আধুলিক সেচ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে অধিক ফসল উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়নের লক্ষ্যে ১৯৬১ সালে অত্র দপ্তরটি স্থাপিত হয়। জেলার ওয়াপদা রোড, কালিবাড়ী, ঠাকুরগাঁও এলাকায় দপ্তরটি অবস্থিত। ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে সেচ প্রদানকল্পে ১৯৬২ সালে ৩৮১ টি গভীর নলকূপ খনন/স্থাপন করা হয়। জেলার মধ্য দিয়ে প্রবাহিত ভুল্লি নদীতে ভুল্লিবাঁধ সেচ প্রকল্প এবং শুক নদীতে বুড়িবাঁধ সেচ প্রকল্প নির্মান করে সেচখালের মাধ্যমে সম্পুরক সেচ প্রদান করা হচ্ছে। পরবর্তীতে ১৯৮৫-১৯৮৭ সালে আরো ৯৬০ টি গভীর নলকূপ স্থাপন করা হয়। সরকারী সিদ্ধান্তে বর্তমানে গভীর নলকূপগুলি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হচ্ছে। সম্প্রতি টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পটি অত্র দপ্তরের নিকট হস্তান্তরিত হয়েছে। এছাড়া সীমান্ত নদীসহ জেলার মধ্যদিয়ে প্রবাহিত নদীসমূহের তীর ভাঙ্গন রোধে অত্র দপ্তর তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে দেশ তথা জেলার ভুমি রক্ষার্থে অনবদ্য ভুমিকা রাখছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS